Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পটুয়াখালী জেলাধীন রাঙ্গাবালী উপজেলার ইজারাযোগ্য ১৯৫ (একশত পঁচানব্বই) টি ২০ (বিশ) একরের নিম্নের তালিকাভুক্ত জলমহাল বাংলা ১৪৩১ হতে ১৪৩৩ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিস্তারিত

পটুয়াখালী জেলাধীন রাঙ্গাবালী উপজেলার ইজারাযোগ্য নিম্নেবর্ণিত ১৯৫ (একশত পঁচানব্বই) টি ২০ (বিশ) একরের নিম্নের তালিকাভুক্ত জলমহাল বাংলা ১৪৩১ হতে ১৪৩৩ বঙ্গাব্দ পর্যন্ত (দখল প্রদানের তারিখ হতে ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ পর্যন্ত) ইজারা প্রদানের নিমিত্ত নিবন্ধিত প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি/ সংগঠনের নিকট হতে শর্ত সাপেক্ষ সিলমোহরকৃত খামে আবেদন আহবান করা যাচ্ছে। কোন মৎস্যজীবী সমবায় সমিতি/সংগঠন পাওয়া না গেলে, সংশ্লিষ্ট জলমহালের নিকটবর্তী/তীরবর্তী সমাজভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনার অনুকরণে গঠিত বেকার যুবক; মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার সন্তান; যুব মহিলা; বিধবা ও স্বামী পরিত্যক্তা; আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্য; দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের সমন্বয়ে নিবন্ধিত সমিতি/সংগঠনগুলো প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে অগ্রাধিকার পাবে। নিম্নেবর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী ইজারা সংক্রান্ত আবেদন ফরম ও অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র ৫০০/-(পাঁচশত) টাকায় (অফেরতযোগ্য) উপজেলা ভূমি অফিস, রাঙ্গাবালী, পটুয়াখালী হতে ক্রয় করা যাবে। উপজেলা ভূমি অফিস, রাঙ্গাবালী, পটুয়াখালীতে রক্ষিত টেন্ডার বাক্সে দরপত্র দাখিল করতে হবে এবং নিম্নবর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী দরপত্রসমূহ যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আবেদনকারীকে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ (সর্বশেষ সংশোধনীসহ) প্রতিপালন করতে হবে। আবেদনের সাথে প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি/সংগঠনের সকল প্রাসঙ্গিক কাগজপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। দাখিলকৃত সকল কাগজপত্র আবেদনকারী কর্তৃক স্বহস্তে স্বাক্ষরিত হতে হবে। অনিবার্য কারণবশতঃ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির তারিখ ও সময় প্রয়োজনে সংশোধণ, পরিবর্তন ও পরিমার্জন করার ক্ষমতা সংরক্ষণ করেন। ইজারা সংক্রান্ত বিস্তারিত তথ্য উপজেলা ভূমি অফিস, রাঙ্গাবালী, পটুয়াখালী হতে অফিস চলাকালীন সময় এবং www.acl.rangabali.patuakhali.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ছবি
প্রকাশের তারিখ
14/03/2024
আর্কাইভ তারিখ
30/06/2024